গোমাতার অপমান সহ্য করা কি সহজ কথা ? তার সামনে কেউ প্রস্রাব করলে কি তারা ছেড়ে দেবে ? সেই অপরাধে বেধড়ক মারধর করা হল এক যুবককে। বেচারি জানতেনও না, কি তাঁরা অপরাধ।কিন্তু তা বলে কি হিন্দুত্ববাদীরা ছেড়ে দেবে ? তারা উত্তম মধ্যম দিয়েছে এই ভদ্রলোককে।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তারপরই নড়েচড়ে বসেছে সেখানকার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মানক চক থানার পুলিশ প্রশাসন। সইফুদ্দিনকে মারধরের কারণে বীরেন্দ্র রাঠোর নাম এক ব্যক্তিকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে ।
ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রাতলাম জেলায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে। যুবকটি বারবার হাতজোড় করে ক্ষমা চাইছেন, তবু পাননি পরিত্রান। এক নাগাড়ে চড় থাপ্পড় মারা হয় তাঁকে।সঙ্গে লাথিও।তবে পথচলতি কেউ যুবকটিকে বাঁচাতে এগিয়ে আসেননি।
শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পাকড়াও করে হামলাকারী বিরেন্দ্র রাঠোরকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩(স্বেচ্ছায় আঘাত করা), ২৯৪(অশ্লীল কাজ) এবং ৫০৬(অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে রাঠোর সাইফুদ্দিনকে গালিগালাজ করছে। তাঁর টুপি মাটিতে ফেলে দেয় সে। সাইফুদ্দিনকে রাঠোর বলে এই টুপি মাড়িয়ে যেতে হবে তাকে। নামাজ পড়ার টুপিতে মারতে হবে লাথি ।
A physically challenged woman objecting to a towing vehicle threw stones injuring ASI R Narayana of #Bengaluru traffic police.The stone hit the cop-below the eye-injuring him.The cop lost his cool and thrashed the differently-abled woman. Case regd against her at SJ park station. pic.twitter.com/9SwtTAS4FH
— Imran Khan (@KeypadGuerilla) January 29, 2022
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।