গ্রিসের কোস দ্বীপের নিকটবর্তী সাগরে শুক্রবার নৌকাডুবিতে দুইজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। নৌকাডুবির ঘটনায় তিনজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, কোস দ্বীপের নিকটবর্তী সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি তীব্র ঢেউয়ের কবলে পড়ে এবং চালক এর নিয়ন্ত্রণ করতে না পারায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় নিহত ও সেসময় উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি কোস্টগার্ড।
এর আগে গ্রিস সরকার গত শনিবার কোস ও এর পার্শ্ববর্তী দ্বীপ লেরোসে অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন শিবির স্থাপন করেছে। আফগানিস্তানে সংকট তৈরি হওয়ার পর শরণার্থীদের সংখ্যা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই শিবিরগুলো তৈরি করা হয়েছে।
তবে এসব শিবির তৈরি করে সমালোচনার মুখে পড়েছে গ্রিস সরকার। কেননা এসকল শিবির কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।