বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
স্থানীয় সময় ১৩ ডিসেম্বর ২০২১ মালয়েশিয়া জাল ভিসা তৈরি অভিযোগে দুই বাংলাদেশী কে গ্রেফতার করেছে মালয়েশিয়া অভিবাসন পুলিশ। গ্রেফতার কৃত দুই বাংলাদেশীর বয়স ৩৪ ও ৩৭ বছর। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।
সোমবার ১৩ ডিসেম্বর মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এ ছাড়াও জানানো হয়, গত ৬ ডিসেম্বর বেলা ১১ টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এর কাছে ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে দুই বাংলাদেশী কে জাল ভিসা ও জাল ভিসা তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করে।
বৈধ পাসপোর্ট না থাকার কারণে ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩ এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১) (প) এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।
শেষ তথ্য অনুযায়ী আটককৃত দের সিমুনিয়া ডিপোতে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।