চরম উত্তেজনার মধ্যে জীবন বাঁচাতে ইউক্রেন সীমান্ত পার হয়েছেন ৪২৮ জন বাংলাদেশি। রোববার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

সীমান্ত পাড়ি দেয়া ৪২৮ জনের মধ্যে পোল্যান্ডে গেছেন ৪০০ জন, হাঙ্গেরিতে ১৫ ও ৩ জন গেছেন রোমানিয়ায়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে পৌঁছেছেন।

তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন। দূতাবাস ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে ইউক্রেনের ২৮ প্রবাসী নাগরিককে উদ্ধার করে ও দেশটির কারাগারে আটক বাংলাদেশিদের সরিয়ে নেয়ার চেষ্টাও করা হচ্ছে।

 

কলমকথা/ বিথী