জাপানে রাজধানী টোকিওতে একটি পাতাল রেললাইনে ছুরি নিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৭ জন মারাত্মক আহত হয়েছেন বলে খবর জানিয়েছে বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, ট্রেনের জানালা দিয়ে আগুনের ধোঁয়া বেরিয়ে আসছে। ট্রেনটিকে জরুরি বার্তা দিয়ে থামানোর পর যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নামছে। জরুরি নির্গমনের দরজা দিয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অনেকে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে টোকিওর পশ্চিম দিকে শহরতলি স্টেশন কোকোরিওতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হ্যালোউইনের পোশাক পরা ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।