অতিমারির দাপট কী অবশেষে কমতে চলেছে? গোটা বিশ্ব থেকে এখনই বিদায় না নিলেও অন্তত ইউরোপীয় দেশগুলিতে এর শক্তিক্ষয় হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ইউরোপীয় প্রধান হান্স ক্লাজ। যদিও তার দাবি, আগামী মার্চের মধ্যে ইউরোপের প্রায় ৬০ শতাংশ বাসিন্দা করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হতে পারেন।
তারপরই ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ রোগে পরিণত হতে পারে করোনাভাইরাস। হু-র ইউরোপীয় শাখার ডিরেক্টর হান্স জানিয়েছেন, ওমিক্রনের স্ফীতির মাধ্যমে একটি নতুন পর্বে প্রবেশ করেছে কোভিড-১৯। সেই সঙ্গে অতিমারি নিয়ে আশার কথাও শুনিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএফপিকে হান্স বলেন, এটা মনে করা যথেষ্ট কারণ রয়েছে যে অতিমারি এক প্রকারের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। অতিমারির প্রকোপ নিয়ে ইউরোপীয়দের আশার কথা শোনালেও তাদের কোভিডবিধি মেনে চলার সতর্কবার্তা দিয়েছেন হান্স।
হান্সের মতে, চলতি বছরের শেষ দিকে ফের কোভিডের প্রকোপ বাড়তে পারে। যদিও তা অতিমারির মতো ভয়াবহ রূপ ধারণ করবে না। বরং তা সাধারণ রোগে পরিণত হবে বলে মনে করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।