তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তুষারঝড়ের কবলে পড়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ওই যুবকের নাম নজরুল ইসলাম শাহীন (২৮), তিনি ফেনী শহরের বারাহিপুর এলাকার বাসিন্দা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
নিহতের ফুফাতো ভাই নাসির উদ্দিন জানান, শাহীন তুরস্ক থেকে গ্রিসের পথে যাচ্ছিলেন গত ২ ফেব্রুয়ারি। এরপর থেকে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। সে সময় তার মোবাইলফোনও ছিল বন্ধ।
গত রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে তুষারঝড়ে শাহীনসহ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান মশিউর রাব্বি নামে ফেনীর আরেক বাংলাদেশি। পরে পরিবারের কাছে শাহীনের মৃতদেহের পাঠায় মশিউর।
কলমকথা/বিসুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।