ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে দুমুখো নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাহ। খবর আনাদোলু এজেন্সির।

ইউরোপীয় পার্লামেন্টের একদল প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান সাত্তাহ। এ সময় ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনকে উসকে দেওয়া বন্ধে ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধও জানান তিনি।

বৈঠকে ফিলিস্তিনে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের সারসংক্ষেপ তুলে ধরেন সাত্তাহ। ইসরাইলের সহিংসতার বিরুদ্ধে ইইউকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

প্রসঙ্গত, এ বছর জানুয়ারিতে তৃতীয়বারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই ফিলিস্তিনে ইসরাইলের দমনপীড়ন আগের তুলনায় বেড়ে গেছে। শুধু গত দুই মাসে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।