ওয়েব ডেক্স :
ফরাসি লিগ ওয়ানে রোববার লরিয়েন্টের বিপক্ষে মাঠে নেমেছিল বরতমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এ ম্যাচে দুর্বার ছিলেন নেইমার জুনিয়র। দুটি গোল করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ফরাসি জায়ান্টরা ম্যাচ হেরেছে ৩-২ ব্যবধানে।
লরিয়েন্টের ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান নেইমার।
ম্যাচের ৫৮ মিনিটে আবারো পেনাল্টি থেকে গোল করেন নেইমার। পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের ৮০ মিনিটে উইসা গোল করে লরিয়েন্টকে সমতায় ফেরান।
উত্তেজনায় ভরপুর এই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ছিল সমতা। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে, এমন সময় পিএসজির জালে বল জড়ান মুফি। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
লরিয়েন্টের বিপক্ষে হারের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠা হয়নি পিএসজির। ২২ ম্যাচ শেষে এখন দলটির পয়েন্ট ৪৫। শীর্ষে থাকা লিওর সংগ্রহ ৪৬। টেবিলের তিনে থাকা লিলের সংগ্রহ ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।