ইউক্রেনে রাশিয়ার চলমান হামলার ৮ম দিন চলছে আজ। এই হামলা কি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে? উত্তর ‘হ্যাঁ’ ‘না’ যাই হোক, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এই যুদ্ধের আগে ইউক্রেনের ১৫টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেশটির বড় বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যুদ্ধের কারণে বন্ধ রাখা হলেও এগুলো ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হতে পারে।

এর পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর গোলাগুলির মাঝে পড়ে আকস্মিকভাবে আগুন লেগে যাওয়ার আশঙ্কা তো রয়েছেই। বুধবার (২ মার্চ) গ্রিন পিস ইস্ট এশিয়ার পরমাণু বিশেষজ্ঞ শন বার্নি এবং ইয়ান ভান্দে পুট্টে পারমাণবিক শক্তি চুল্লিগুলোর রক্ষণাবেক্ষণে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেন।

তারা বলেন, ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এমনিতেই খুব জটিল এবং স্পর্শকাতার বিষয়। এগুলোকে নিরাপদ রাখতে প্রয়োজন বিশেষ ধরনের সম্পদ এবং কর্মীবাহিনী’। এদিকে শন বার্নি বলেন, ‘১৫টি পারমাণবিক শক্তি চুল্লি রয়েছে এমন একটি দেশ এখন পুরোদস্তুর এক যুদ্ধে জড়িয়েছে।

পারমাণবিক শক্তির ইতিহাসেই এটা খুব ব্যতিক্রমী পরিস্থিতি।’ গ্রিন পিস ফ্রান্সের রজার স্পাউৎস মনে করেন, ‘হঠাৎ কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতের আশঙ্কটাই এখন সবচেয়ে বড় এবং মারাত্মক। তাছাড়া ‘নিষ্ক্রিয়’ শক্তি চুল্লিগুলো দ্রুত ঠান্ডা না হলেও ঘটতে পারে বিপর্যয়।’

 

কলমকথা/সাথী