কলম কথা ডেস্কঃ

মেক্সিকোতে নারী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার সে দেশের রাজধানীর প্রধান শহর জোকালোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয়। সেখানেই সংঘর্ষ বাঁধে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশে নারীদের হত্যা ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পদযাত্রা করেন নারী অধিকার কর্মীরা।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়, প্রায় এক হাজার নারী এবং কয়েকজন তাদের মেয়েকে নিয়ে পদযাত্রায় অংশ নেন। এক মেয়ে এক ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিল।

সেই ব্যানারে লেখা- ‘তারা আমাকে হত্যা করেনি, কিন্তু আমি ভয়ে থাকি’। এরপর তারা পুলিশের বাধা পান। পুলিশের ব্যারিকেড  কয়েকজন পুলিশ সদস্যের ঢালে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অন্তত ৬২ জন পুলিশ ও ১৯ বিক্ষোভকারী আহত হয়েছে।

সূত্র: বিবিসি