রাশিয়া এবং ইরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের যে আলোচনা চলছে তার সফলতা নির্ভর করছে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর।
মস্কো ও তেহরান বলছে, ভিয়েনা সংলাপ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে এগিয়ে গেলেই কেবল এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোয় রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির মধ্যকার বৈঠক থেকে এই মন্তব্য করা হয়েছে।
বৈঠক শেষে আলী বাকেরি কানি বলেন, পরমাণু সমঝোতাসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান, রাশিয়া ও চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।
এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং ইরানের ওপর আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা সরিয়ে দেয়ার জন্য কাজ করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।