বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) টিম ‘স্পার্কল’। রোববার (২৬ সেপ্টেম্বর) নোবিপ্রবি টিমের সদস্যরা এতথ্য জানান। এর আগে ২৫ সেপ্টেম্বর রাতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। নোবিপ্রবি টিমের সদস্যরা হলেন মারজানুর রহমান, আরাফাত মিয়া এবং ইসরাত জাহান নাজিহা।
তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এদিকে, প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ‘সিনার্গি’ এবং দ্বিতীয় হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টিম ‘মেডক্স’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমের সদস্যরা হলেন রুম্মান রেজা, মো. নাজমুস সামদানি, নিয়াজ মোর্শেদ। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টিমের সদস্যরা হলেন সাদিয়া আদনিন, তাসকিয়া তাবাসসুম, সামিয়া জেরিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটি অনলাইনে হয়। ফাইনালে ১৪টি টিম অংশগ্রহণ করে। নোবিপ্রবি টিমের লিডার মারজানুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে আমাদের নোবিপ্রবির টিম ৩য় স্থান অর্জন করেছে। আমাদের এই অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারায় খুবই আনন্দিত। আমাদের টিমের এই অর্জনে বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষকদের দিকনির্দেশনা আমাদের প্রতিযোগিতায় সফলতা পেতে অনুপ্রাণিত করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।