পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওমর জাভেদ বাজোয়া বলেছেন, আফগান জনগণের পাশে আছে ইসলামাবাদ। আফগানিস্তানের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার আলোচনার পর পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জনানো হয়। খবর আনাদোলুর। রোববার তালেবান কাবুল দখলের পর আফগান ওই প্রতিনিধিদলটি ইসলামাবাদ চলে আসে। ২০০১ সাল থেকে আফগান বিদেশি সেনা হটানোর লড়াই করে যাচ্ছে। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোট আফগানিস্তান ত্যাগ করলে রক্তপাতহীন লড়াইয়ে বিজয়ী হয়ে আবারও দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

কাবুলের দখল নিয়ে প্রথমেই তালেবান আফগান সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। নারীদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেবে না বলেও সাংবাদ সম্মেলন করে আশ্বস্ত করে তালেবান। কিন্তু তাদের কথায় বিশ্বাস রাখতে পারছেন না সাধারণ আফগানরা। তারা প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন।

পাকিস্তান অবশ্য জানিয়ে দিয়েছে, এখনই তারা তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না ইসলামাবাদ। নারী স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন না ঘটানো পর্যন্ত আফগানিস্তানের পরবর্তী সরকারকে পাকিস্তান স্বীকৃতি দেবে না। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার জরুরি।