ফ্রেঞ্চ লিগ ওয়ান নয়, প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় করা। সে জন্যই মেসি-রামোস-হামিকি-ভাইনাল্ডম-ডোনারুমাদের দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি। রিয়ালের সঙ্গে যুদ্ধ করে ধরে রেখেছে কিলিয়ান এমবাপ্পেকে। লক্ষ্য একটাই- ইউরোপসেরার মুকুট পরা। সেই লক্ষ্যে বুধবার রাতে মাঠে নামছে পিএসজি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের দল ক্লাব বুর্জ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন থ্রি চ্যানেল।
সেই ম্যাচের জন্য একদিন আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দলটি। স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। তাদের সঙ্গে জুটি বাঁধবেন এমবাপ্পে। ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গোলরক্ষক ডোনারুমাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এ ছাড়া নেদারল্যান্ডসের ভাইনাল্ডামও আছেন দলে। আশরাফ হাকিমি, মাওরো ইকার্দি, লিয়ান্দ্রো প্যারেদেশরাও রয়েছেন স্কোয়াডে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।