ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তিন ধাপের শান্তি প্রস্তাব দেয়ার যে খবর বেরিয়েছে সেটি নাকচ করে দিয়েছে রাশিয়া। শান্তি প্রস্তাবের আগে কিয়েভকে নতুন ‘বাস্তবতা’ মেনে নেয়ার আহ্বান জানিয়েছে মস্কো।
এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন বাস্তবতাগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে যুক্ত চারটি ইউক্রেনীয় অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়।
তবে জাতিসংঘসহ অধিকাংশ দেশ একে অবৈধ হিসেবে নিন্দা জানিয়েছে। পেসকভ আরও বলেন, যুদ্ধের সময় যে বাস্তবতা সামনে এসেছে, ইউক্রেনকে তা মেনে নিতে হবে।
বাস্তবতার মধ্যে রয়েছে নতুন এলাকা রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়টি। এসব এলাকায় গণভোটের মাধ্যমে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বাস্তবতা মেনে না নিলে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়।
এ ছাড়া জেলেনস্কি যে তিন ধাপের প্রস্তাব দিয়েছেন, তাতে এ বছরের শেষ দিক থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।