জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিক এবং রক্তাক্ত ভয়াল ২১ শে অগাস্ট এর সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে মালয়েশিয়া আওয়ামী । আলোচনা ও দোয়া মাহফিলের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদের সঞ্চালনায় সভাপত্বিত করেন, সংগঠনটির সভাপতি মকবুল হোসেন মুকুল ।
প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার এটি এম ইমদাদুল হক, বিশেষ অতিথি, মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জি এম রাসেল, প্রাধান বক্তা রাশেদ বাদল, এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী নেতা জালাল উদ্দীন সেলিম, মনিরুল জামান মনির, দাতো আক্তার, হুমায়ুন কবির, শাহীন সরদার , জাকির হোসেন সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা।
আলোচনা সভায় প্রাধান অতিথির বক্তব্যে ডাক্তার এটি এম ইমদাদুল হক বলেন, আওয়ামী লীগের মধ্যে দন্ড থাকার কারনে আমারা ১৫ ও ২১ অগাস্ট এর মত কালো দিন দেখেছি, আগামীতে যাতে এমন কিছু না দেখতে হয় তার জন্য সকল নেতা কর্মীদের প্রস্তুতি নিতে হবে। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ কে ক্ষমতায় আনতে, শেখা হাসিনা কে প্রাধান মন্ত্রী বানাতে প্রবাসে সকল নেতাকর্মীদের দেশে গিয়ে নির্বাচনে সহযোগিতা করার আহবান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জি এম রাসেল রানা কাউন্সিলর বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে প্রাধান মন্ত্রী শেখ হাসিনা যে ভাবে পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক তেমনি প্রবাসে সকলে প্রাধান মন্ত্রী কে সহযোগিতা করে যাচ্ছে। এই সহযোগিতা অব্যাহ রাখার আহবান করা হয়।
অনুষ্ঠানে সকল বক্তব্যর বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আহবান করেন এবং এই চলমান পরিস্থিতি মোকাবিলা জন্য সহযোগিতা করছে প্রবাসে থাকা সকলে, প্রবাসে থাকা সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন শফিকুর রহমান চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন প্রদীপ কুমার বিশ্বাস। এর পর জাতীয় সংগীত, এক মিনিট নিরবতা পালন করে ১৫ অগাস্ট ও ২১ অগাস্ট সকল শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করে।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে প্রাধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।