ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ইসরাইলিকে ছুরিকাঘাত করার পর আরেক ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই ফিলিস্তিনি যুবকের নাম রাবি আরাফাহ রাবি (৩২)। শনিবার তিনি কালকিলিয়া শহরের দক্ষিণ-পূর্বে একটি চেকপয়েন্টে ‘মাথায় গুলিবিদ্ধ’ হন।

পরে হাসপাতালে মারা যান তিনি। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, অবৈধভাবে কিছু যাত্রী ইসরায়েলে প্রবেশ করার পরে তাদের সেনারা একটি গাড়ি আটক করার চেষ্টা করে। এতে বলা হয়, গাড়িটি একজন সৈন্যকে আঘাত করে পালিয়ে যায় এবং এরপরই ‘সৈন্যরা গাড়ির দিকে গুলি চালায়’।