শপথগ্রহণের পর ব্রাজিলকে নতুন করে গড়ে তোলার পাশাপশি পরিবেশ, অর্থনীতি ও দরিদ্রদের জন্য লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন লুলা।
এ ছাড়া জাতিগত ও লিঙ্গসমতা আনা, আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় আনা এবং দুর্নীতি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের নতুন এই প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছিলেন লুলা। এরপর ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।
সূত্র : বিবিসি ও রয়টার্স
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।