ডাস্টবিনে নানা আবর্জনার ভিড়ে হারিয়ে যায়নি চিরতরে। হাতে লেখা যাবতীয় গাণিতিক সমীকরণ আর তাদের সমাধান, বহু অসমাপ্ত পাণ্ডুলিপি তো ডাস্টবিনেই ফেলে দিতেন তিনি।
সেটাই ছিল তার অভ্যাস। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের একেবারে শুরুর দিককার হাতে লেখা সেই পাণ্ডুলিপিটি কিন্তু বরাতজোরে বেঁচে গিয়েছিল। ১০৮ বছর আগে।
আইনস্টাইনের এক অকৃত্রিম বন্ধুর সুবাদে। সেই পাণ্ডুলিপিই ছিল আইনস্টাইনের সাড়াজাগানো সাধারণ আপেক্ষিকতাবাদের উৎস। তার সেই হাতে লেখা বিরল পাণ্ডুলিপি মঙ্গলবার বিক্রি হয়েছে প্যারিসে ক্রিস্টিজ-এর নিলামে। রেকর্ড মূল্যে।
১ কোটি ৩০ লাখ ডলারে। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১১ কোটি ৫৫ লাখ টাকা। ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটির পুরোটাই হাতে লেখা। যার মধ্যে ২৬ পাতা ধরে লিখেছিলেন আইনস্টাইন। ২০১৩ সালের জুনে, জুরিখে বসে।
আর ২৫ পাতা জুড়ে লিখেছিলেন তার অকৃত্রিম বন্ধু সুইৎজারল্যান্ডের প্রযুক্তিবিদ মিশেল বেসো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।