পূর্ব লন্ডনের ইস্টহামের বাসিন্দা, স্ট্রাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী হাফিজাহ সামিরার সন্ধান পাওয়া যাচ্ছে না। এই তথ্য নিশ্চিত করেছেন সামিরার মা আফিয়া বেগম ও পিতা মাওলানা আবদুল করিম।
সামিরার বয়স ১৪ বছর বলে জানা গেছে। সামিরার পারিবারিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্কুল শেষ করে আর বাড়ি ফিরে আসেনি সামিরা।
তাকে সর্বশেষ টাওয়ার হ্যামলেটস এলাকায় দেখা গেছে। সামিরার নিখোঁজের বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি সামিরার সন্ধান পেয়ে থাকেন তাহলে ১০১ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।