• বাংলাদেশী আফ্রিকান ব্যবসায়ীরা অধিক সর্তক থাকুন

নাহিদ হাসান আফ্রিকা 

আজ ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সকল কাস্টমারদের মাস্ক পরিধান করে দোকানে প্রবেশ নিশ্চিত করুন।সেই সাথে সেনিটাইজার এবং সামাজিক দুরত্ব মেনে চলতে কাস্টমারদের অনুরোধ করুন এবং নিজেরাও শতভাগ মাস্ক পরিধান করুন এবং কাউন্টারে থাকলে গ্লাভস ব্যবহার করুন।

কারণ ক্রিসমাস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার লোকজন এক শহর থেকে আরেক শহরে, এক এলাকা থেকে আরেক এলাকায় অবস্থান করছে৷দুর দুরান্ত থেকে আসা লোকজন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপনার এলাকায় অবস্থান করবে। হতে পারে দুর দুরান্ত থেকে আসা আপনার দোকানের কাস্টমার করোনা আক্রান্ত।

সুতারং করোনার এই ভয়াবহ মহামারী থেকে নিজেকে সুরক্ষা রাখতে অধিক সর্তক থাকুন।