বাংলাদেশী নাগরিক মোহাম্মদ সজিদ হোসেনের খোঁজে মালয়েশিয়া ইমিগ্রেশ

মালয়েশিয়া অভিবাসন বিভাগ( জিআইএম) অভিবাসন আইন ১৯৫৯ / ৬৩ এর অধীনে প্রসিকিউশন মামলার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশ্য বেশ কিছু ব্যক্তির তথ্য দেওয়া অনুরোধ করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ, এর মধো অন্যতম বাংলাদেশী ২৪ বছর বয়সী নাগরিক মোহাম্মদ সজিদ হোসেন, পাসপোর্ট নাম্বার বি ডব্লিউ ০২৭০২১৬ ঠিকানা দেওয়া হয়েছে নং ৩২,জালান তুন সিউ সিন, জালান ৪ বন্ধ জালান কুয়ারি, জালান সিলাং কোতরিয়া, ৫০০৫০ কুয়ালাপুর।

এই অভিযুক্ত আসামির খোঁজ পেলে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ইমিগ্রেশন (টিপিপিআই)মানব বিনপিন,অপারেশন, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার পুত্রাজায়ায় ০৩৮৮৮০১৩৩৮/১৩৩০ এই নাম্বারে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

তবে বাংলাদেশী এই নাগরিকের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য জানানো হয়নি।