বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মাহসচিব আন্তোনিও গুতেরেস। আজ মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

স্টিফেন ডুজারিক বলেন, ‘আগামী সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।’

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি মানবাধিকারের প্রতিও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘বাংলাদেশে যেসব সহিংস কর্মকাণ্ড ঘটেছে, সেগুলোর স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত।’

নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।