সারা বিশ্বের ৭১টি দেশকে অর্ন্তভুক্ত করে হালনাগাদ ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার (১ জানুয়ারি) ইউএই’র রাজধানী আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি আবুধাবি) হালনাগাদ এই তালিকা প্রকাশ করে।
তালিকায় সিরিয়ার মতো দেশ স্থান পেলেও নেই বাংলাদেশের নাম। হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের যাত্রীদের জন্য চলমান করোনাভাইরাস মহামারির সময়ে আমিরাত ভ্রমণের নিয়ম শিথিল করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) থেকে এই তালিকা কার্যকর হবে।
গতকাল শনিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে অবতরণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা থেকে ছাড় পাবেন।
শনিবার প্রকাশ করা এই তালিকায় এমন অনেক দেশের নাম রয়েছে যেগুলোতে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ অনেক বেড়েছে। অবশ্য সবুজ তালিকায় থাকা দেশগুলো থেকে আরব আমিরাতে পৌঁছানোর পর কোভিড-১৯ পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আমিরাতের উদ্দেশে যাত্রা শুরুর সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে এই পরীক্ষা করাতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।