বাইডেনের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন সুগা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন জাপানের প্রধানমন্ত্রী ইশিহিদো সুগা।
তাদের এ সাক্ষাৎ হলে বাইডেনের সঙ্গে সরাসরি আলোচনা অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি হবেন প্রথম বিদেশি কোনো নেতা। খবর এএফপির।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো নিয়মিত ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী সুগা এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফর করবেন।
তিনি আরো বলেন, এ সফর হলে প্রধানমন্ত্রী সুগা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাত পাওয়া প্রথম বিদেশি নেতা হবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত বাইডেন কোন বিদেশি নেতার সঙ্গে সরাসরি সাক্ষাত করেননি।
সুগার সফরের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে জাপানের ও মার্কিন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সরকারিভাবে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
জাপানের কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানিয়েছেন, সুগা যত দ্রুত সম্ভব বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাত করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।