ইন্দোনেশিয়ার একটি বাস খাদে পড়ে ২৭ জন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩৯ জন। জাভা দ্বীপে স্থানীয় সময় বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বাসে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের বাবা-মা মিলে বাসে ৬৬ জন যাত্রী ছিল। বাসটি সুবাং শহরের উদ্দেশে যাচ্ছিল। যাত্রাপথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরে রাত থেকেই উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে ২০১৯ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বাস দুর্ঘটনা ঘটে, যেখানে ৩৫ জনের প্রাণহানি ঘটে।
সূত্র : আরব নিউজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।