![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/03/194621KK_michigan-high-school.jpg)
কলম কথা ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঞ্চলের মাধ্যমিক স্কুলের ১৬ বছর বয়সী এক ছাত্র বাড়িতে বোমা তৈরি করে। এরপর সেটি স্কুলে নিয়ে যায় সে। আর সেই বোমাটি হঠাৎ শ্রেণিকক্ষের মধ্যেই বিস্ফোরিত হয়। এতে ওই ছাত্রসহ তার আরো ৪ সহপাঠী আহত হয়। স্থানীয় সময় গতকাল সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মিশিগানে নিওয়েগো হাইস্কুলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মিশিগানের পুলিশ সকাল ৮টা ৫২ মিনিটে পশ্চিম-মধ্য মিশিগানের ওই মাধ্যমিক বিদ্যালয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানায়, বাড়িতে বানানো বিস্ফোরকটি শ্রেণিকক্ষে নিয়ে এসেছিল ১৬ বছর বয়সী ওই ছাত্র। কিন্তু দুর্ঘটনাবশত সেটি ফেটে যায়।
এ সময় ওই ছাত্র ও তার আশপাশে থাকা চার সহপাঠী আহত হয়। বিস্ফোরণের পর জরুরি সহায়তা নম্বরে স্কুল কর্তৃপক্ষের ফোন পেয়ে দ্রুত স্কুলে হাজির হন উদ্ধারকর্মীরা। তারা বাকি শিক্ষার্থীদের স্কুলের গ্যারেজে নিয়ে যান। বিস্ফোরণের পর পরই নিওয়েগো কাউন্টির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর স্কুলগুলো আবার খুলে দেওয়া হয়।
মিশিগান রাজ্য পুলিশের মুখপাত্র মিশেল রবিনসন বলেন, ওই শিক্ষার্থীর কোনো ‘অসৎ’ ইচ্ছা ছিল না। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা সে ঘটায়নি। তবে কোনো ধরনের উপাদান ব্যবহার করে বোমাটি বানানো হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।