ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জানা গেছে, এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীকে সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে।
যত দ্রুত সম্ভব তাদেরকে নজরবন্দি করার দাবি জানিয়েছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রের বাইরে নজরবন্দি করার দাবি জানিয়েছে তারা। এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরের ভোটে তদারকি করছেন ফিরহাদ হাকিম। বেলা একটু বাড়তেই চেতলায় সিপিএমের ক্যাম্পে বসে থাকতে দেখা গেছে ফিরহাদকে।
সিপিএমের ক্যাম্পে বসে ফিরহাদ বলেছেন, পাড়ার ছেলে। এর মধ্যে রাজনীতির বিষয় নেই। সেখানে থাকা সিপিএম কর্মীরাও জানিয়েছেন, তাদের মধ্যে কোনো রেষারেষি নেই। প্রসঙ্গত, বিজেপি প্রার্থী বুথ জ্য়ামের অভিযোগ তুলতেই কড়া জবাব দিয়েছিলেন ফিরহাদ।
তিনি বলেছিলেন, বিজেপি-র সংগঠন নেই। সাড়ে ১০টা নাগাদ একটি টুইটও করেছেন ফিরহাদ। সেই টুইটে ভবানীপুরের সমস্ত বাসিন্দাদের কাছে তিনি উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার।