রাশিয়ার একজন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টা পরই বিদেশি গুপ্তচর মিডিয়ার তালিকা দীর্ঘ করেছে রুশ সরকার। জানা গেছে, আরো ৯ জন সাংবাদিক এবং তিনটি গণমাধ্যমকে বিদেশি গুপ্তচরের তালিকায় রাখা হয়েছে। জানা গেছে, দিমিত্রি মুরাতভ এবং ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা তাদের মতপ্রকাশের স্বাধীনতার লড়াইয়ের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
রাশিয়ার শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার সম্পাদক মুরাতভ বলেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের অর্থ রাশিয়ার নিপীড়িত সাংবাদিকদের বদলা নেওয়ার মুখোমুখি দাঁড় করাতে সাহায্যে ব্যয় করবেন। রাশিয়ার অনেকেই আশা করছেন, পুরস্কারটি রুশ কর্তৃপক্ষকে স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে তাদের ব্যাপক অভিযানকে ধীর করতে প্ররোচিত করবে।
এছাড়া সরকারের সমালোচনামূলক মিডিয়া আউটলেট এবং সাংবাদিকদের বিদেশি গুপ্তচর হিসাবে উল্লেখ করা হয়; সেই লেবেল লেগে গেলে সুদূরপ্রসারী ক্ষতি হয় একক কোনো ব্যক্তির।
এতে করে সরকারি তদন্তও শুরু হয়ে যায়। এসব থেকে সাংবাদিকরা রেহাই পাবেন বলে মনে করতে শুরু করেছিলেন অনেকে। কিন্তু নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টা পরেই নতুন করে সেই লেবেল লাগিয়ে দিল রুশ কর্তৃপক্ষ।
সূত্র: ওয়ান ইন্ডিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।