![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/05/DKK-p-4-e1620283180160.jpg)
কোভিড-১৯ এর নতুন নতুন ভ্যারিয়ান্টের কারণে সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের মতো এ বছরও বিদেশি হজ যাত্রীদের আগমনে নিষেধাজ্ঞা জারি করতে পারে সৌদি আরব। বুধবার সংশ্লিষ্ট দুটি সূত্র থেকে এই খবর পাওয়া যায়। একটি সূত্র জানায়, বিদেশি হজযাত্রীদের নিয়ে কর্তৃপক্ষ তাদের আগের সব পরিকল্পনা স্থগিত করেছে এবং এখন তারা শুধু নিজেদের নাগরিকদের হজ করতে দেওয়ার কথা ভাবছে। সেক্ষেত্রে অবশ্যই হজ শুরুর অন্তত ছয় মাস আগে ভ্যাকসিন নেওয়া থাকতে হবে বা কোভিড-১৯ থেকে সুস্থ হতে হবে। হজে অংশ নেওয়া ব্যক্তিদের বয়সের ওপর ভিত্তি করেও বিধিনিষেধ আরোপ হবে। দ্বিতীয় আরেকটি সূত্র জানায়, কর্তৃপক্ষ এখন শুধু ভ্যাকসিন নিয়েছে এমন অল্পসংখ্যক বিদেশি নাগরিককে অনুমতি দেবে। কিন্তু ভ্যাকসিনের ধরন বুঝে কার্যকারিতার হিসাবে আবার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হচ্ছে। তবে এ ব্যাপারে সরকারি গণমাধ্যম কোনোরূপ মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: রয়টার্স
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।