বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলাকালে কুয়ায় পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরে নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

এসময় অন্তত আরও ১৫ জনকে উদ্ধার করেছে গ্রামবাসী। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে, বিয়েবাড়িতে কয়েকজন মিলে একটি পুরোনো কুয়ার স্ল্যাবের ওপর বসেছিলেন। হঠাৎ স্ল্যাব ভেঙে কুয়ার ভেতরে পড়ে যান তারা।

তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ১৩ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এদিকে, জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ ঘটনায় গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

কলমকথা/বিসুলতানা