আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার এক নারী এমপিসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে সোমালিয়ার হিরান অঞ্চলের রাজধানী বেলেডওয়েন শহরে এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নারী এমপি রোবেল আমিনা মোহাম্মদ আবদির হত্যাকাণ্ডকে ‘গুপ্তহত্যা’ বলে অভিহিত করেছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন।

এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে, নিহতদের মধ্যে সাবেক এমপি ধুহুলও রয়েছেন। নিহতদের মধ্যে অন্যরা সোমালিয়ার সেনাবাহিনীর সদস্য। নিহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।