মালয়েশিয়া সরকারের অবৈধ অভিবাসী শ্রমিকের বৈধ হওয়ার সুযোগ দেওয়া রিক্যালিব্রেশন নামে যা শুরু হয় গতবছরে ১৬ নভেম্বর থেকে ।
এ সুযোগ দেওয়া হয় মোট ১৫ টি রাষ্ট্রের নাগরিকদের, এর বাংলাদেশ আছে। এ বৈধ হওয়ার প্রকৃয়া শেষ হতে যাচ্ছে আগামী ৩০ জুন। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে বৈধ হওয়ার সময় সীমা আর বৃদ্ধি করা হবে না। নিদিষ্ট সময়ের মধ্যে কোম্পানির মাধ্যমে কোন এজেন্ট ছাড়া আবেদন করার অনুরোধ করা হয়েছে।
এদিকে বৈধ প্রকৃয়ার মধ্যে মালয়েশিয়া নিয়মিত ভাবে অবৈধ অভিবাসী শ্রমিকের আটকের অভিজান পরিচালনা করেছে। ফলে বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী কর্মী গ্রেফতার হচ্ছে। সাম্প্রাতিক সময়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতো ইন্দ্রা খায়রুল জাজাইম বিন বলেন, ইতি মধ্যে স্থানীয় নাগরিকদের কাছে অবৈধ অভিবাসী কর্মীদের চিহ্নিত করে তথ্য দেওয়ার আহবান করেছে।
এছাড়া মালয়েশিয়া অবস্থান রত বিভিন্ন বাংলাদেশ কমিউনিটির নেত্রীবৃন্দ সকল অবৈ বাংলাদেশীদের নিদিষ্ট সময়ের মধ্যে বৈধ হওয়ার আহবান করে।
মালয়েশিয়া ইমেগ্রেশনের শেষ তথ্য অনুযায়ী বৈধ হওয়ার জন্য প্রায় ১ লক্ষ ২০ হাজার জন অবৈধ অভিবাসী কর্মীরা নিবন্ধন করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।