বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে সাত শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। গেল শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে দেশটির এই রাজ্যতে টানা বৃষ্টি হওয়ায় দেশটির পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দেশটির জন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা গতকাল রোববার (৩০ জানুয়ারি) জানিয়েছেন এ তথ্য।

এদিকে রাজ্যের কর্তৃপক্ষ জানায়, বন্যার কবলে পড়ে দুর্ঘটনাজনিত কারণে আহত হয়েছেন আরও নয়জন। এখন পর্যন্ত রাজ্যটিতে নিখোঁজ রয়েছেন আরও চারজন। রাজ্যের পাঁচ’শ মানুষ অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রোববার দুর্যোগপীড়িত এলাকাগুলো পরিদির্শন করেন সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া। পরে ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন তিনি।

এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার। রয়টার্স বলছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বৃহত্তর সাও পাউলোর আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এম্বু দাস আরতেস এবং ফ্রাংকো দ্য রোচা শহরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারজিয়া পাউলিসতা, ক্যাম্পো লিম্পো পাউলিসতা, জাউ, ক্যাপিভারি, মন্টেমর অ্যান্ড রাফার্ড এলাকাগুলোও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

 

কলমকথা/বি সুলতানা