কলম কথা ডেস্কঃ

ব্রাজিলের বেশিরভাগ শহরের হাসপাতালগুলো করোনা রোগীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদনে নিশ্চিত করে ফিয়োক্রুজ ইনস্টিটিউট। রিও ডি জেনেরিও ভিত্তিক ইনস্টিটিউট বলছে, ব্রাজিলে ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই।

মঙ্গলবারেও ব্রাজিলে করোনায় ১ হাজার ৯৭২ জন মারা গেছে। করোনায় এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ মারা গেছে যা সারা বিশ্বে দ্বিতীয়।  আর আক্রান্ত হয়েছে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ যা সারা বিশ্বে তৃতীয়।

ফিয়োক্রুজ ইনস্টিটিউটটির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ১৫টি রাজ্যের রাজধানীতে আইসিইউ রয়েছে, যা রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া এবং সাও পাওলোসহ ৯০ শতাংশ বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন। তবে পোর্তো আলেগ্রে এবং ক্যাম্পো গ্র্যান্ডে এই দুটি শহরের আইসিইউগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। সেই সাথে করোনা মোকাবেলায় মাস্ক পরা, হাত পরিষ্কারসহ সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি জোর দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি