কোপা আমেরিকার ফাইনালের দেড় মাস পরেই সেপ্টেম্বরে ফের মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে আর্জেন্টিনা, চিলির মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে পরীক্ষায় নামতে হবে ব্রাজিলকে। আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা । জানা গেল, সেই বহুল কাঙ্ক্ষিত ম্যাচের কোনো টিকিট বিক্রি হচ্ছে না।
অর্থাৎ সাধারণ দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন না ম্যাচটি। যদিও প্রাথমিক সিদ্ধান্ত ছিল, ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। এর পেছনের একমাত্র কারণ করোনাভাইরাস। বিস্তারিত ব্যাখ্যায় সিবিএফ বলেছে, ১২ হাজার দর্শকের করোনা পরীক্ষা করানো, ভ্যাকসিন নিয়েছে কি না সেটা পরীক্ষা করা ও করোনাবিধি না ভেঙে দর্শকদের মাঠে প্রবেশ করানোর প্রক্রিয়ায় যেতে যথেষ্ট সময় নেই তাদের হাতে।
তাই কেবল দেড় হাজার বিশেষ অতিথি ছাড়া আর কারো প্রবেশাধিকার থাকছে না সেই ম্যাচে। ব্রাজিলে করোনার বিস্তার রুখতেই সাও পাওলো ফুটবল ফেডারেশন ও স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর এই যৌথ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সিবিএফ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।