ব্রিটেনের হ্যাম্পশায়ারে বজ্রপাতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের তাপদাহের পর ঝড়বৃষ্টিতে ইয়েলো অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
পাশাপাশি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল ও ওয়েলসের কিছু অংশে বন্যা, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৪ জুলাই) অ্যান্ডোভারে বজ্রপাতে দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। হ্যাম্পশায়ার ও আইল অফ ওয়াইটের ফায়ার সার্ভিস অ্যান্ডোভারের ক্ষতিগ্রস্ত বাড়ি দুটির একটি ছবি টুইটারে প্রকাশ করে। বাড়ি দুটির ছাদের বেশ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একজন মুখপাত্র। বাড়ি দুটির একজন প্রতিবেশি জানিয়েছেন, বজ্রপাতের পর একটি বাড়ির সম্পূর্ণ ছাদে আগুন ধরে গিয়েছিল। পরে তা পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার ব্রিটেনে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল হিথ্রোতে ৩২.২ ডিগ্রী সেলসিয়াস।
সপ্তাহজুড়ে দেশটির অন্যান্য অঞ্চলেও তীব্র তাপদাহ দেখা দেয়। তবে, রোববার (২৫ জুলাই) থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: বিবিসি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।