চলমান সংকটের মধ্যে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ৩ জানুয়ারি থেকে ৫ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ব্রিটেনের রেলকর্মীরা।

ব্রিটেনের কেন্দ্রীয় রেলওয়ে দপ্তর নেটওয়ার্ক রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগামীকাল বুধবার থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কর্মী ধর্মঘটের কারণে দেশজুড়ে সীমিত আকারে পরিষেবা দেয়া হবে। কিছু এলাকায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধও থাকতে পারে।’ খবর দ্য গার্ডিয়ান।

করোনা মহামারির কারণে অর্থনৈতিক স্থবিরতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভয়াবহ মূল্যস্ফীতি শুরু হয়েছে ব্রিটেনজুড়ে। খাদ্য, আবাসন ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ও পরিষেবার দাম দিন দিন জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে।

দেশটির সরকারি পরিষেবা খাতের কর্মীদের বেতন গত ১০ বছরে বাড়েনি। ফলে বর্তমান বেতন কাঠামোতে মাস পার করা তাদের জন্য দিনকে দিন কঠিন হয়ে উঠছে। রেলকর্মীদের সংগঠন আরএমটি রেল ইউনিয়নের প্রধান মাইক লিঞ্চ বিবিসিকে বলেন, ‘আমরা বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছি।

একটি সমঝোতায় পৌঁছাতে হলে কী কী পদক্ষেপ নিতে হয়— তা সবাই জানে, কিন্তু সরকার ইচ্ছে করেই এই সমস্যা জিইয়ে রেখেছে।’