ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে অব্যাহত ভারী বৃষ্টিপাতে বন্যায় বাস্তচ্যুত হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। দুর্যোপপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

এছাড়া নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অঞ্চলটি ১৪০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছেন প্রদেশটির কেন্দ্রীয় পানি কমিশনের কর্মকর্তারা।

সপ্তাহজুড়ে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য। অব্যাহত বৃষ্টিতে রাজ্যটির পেন্না নদীর পানিতে গত কয়েকদিনে একের পর এক লোকালয় প্লাবিত হচ্ছে।

অঞ্চলটির কেন্দ্রীয় পানি কমিশনের কর্মকর্তারা বলছেন, গেল কয়েকদিনে রাজ্যটিতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ১৪০ বছরের রেকর্ড। পেন্না নদীর পানি দুকূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রদেশটির নেল্লোর জেলা।