ভারতে ফের অ্যাপের মাধ্যমে নারীদের অনুমতি না নিয়ে তাঁদের ছবি ব্যবহার মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ভারতের দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমত আরা নামে এক সাংবাদিক এ নিয়ে মামলা করার পর তদন্ত করা হচ্ছে।

এ ছাড়া মহারাষ্ট্রের এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদি জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত করা হচ্ছে। একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুলি বাই নামের অ্যাপটি নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে।

এর আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপেও ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর ওই অ্যাপটিতেও নারীদের অনুমতি না নিয়েই তাঁদের ছবি ব্যবহার করা হয়েছিল। এবারও ওই অ্যাপটি ক্লোন করে তৈরি করা হয়েছে বুলি বাই।