বুলগেরিয়ায় একটি নার্সিং হোমে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির পূর্বাঞ্চলের একটি নার্সিং হোমে এ দুর্ঘটনা ঘটে। দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত করেছে। স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় একটি স্কুল ভবন যেটিকে নার্সিং হোমে রুপান্তর করা হয়েছিলো সেখানে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের প্রধান তিহোমির তোতেভ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ভবনে যখন আগুন লাগে তখন ৫৮ জনের মত মানুষ ছিলো।

তাদের মধ্যে যাদের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে অবস্থা গুরুতর হয় তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।