শ্যালিকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নীতীশ কুমার। ফেরার পথে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের বিহারের নালন্দা জেলার মানপুর থানার পারোহী গ্রামে এমন ঘটনা ঘটেছে। গত ১১ নভেম্বর শ্যালিকার বাড়ি থেকে ফেরার পথে পারোহী গ্রামে এক দল লোক তাঁকে ঘিরে ধরেন।
তারপর নীতীশের মাথায় বন্দুক ঠেকিয়ে ছাদনাতলায় নিয়ে যান। কেন তাঁকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে বিষয়টি বুঝতে পারেননি নীতীশ। কিন্তু বিয়ের মন্ডপে পৌঁছতেই তাঁর সন্দেহ হয়।
এরপর তাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়। নীতীশের অভিযোগ, তিনি আপত্তি জানালে বেধড়ক মারধর করা হয়। সারারাত ধরে আটকে রাখা হয়। এ নিয়ে থানায় একটি মামলাও করেছেন তিনি। ইতিমধ্যেই নীতীশকে জোর করে বিয়ে দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।