![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/a3416587-5c57-4091-a80f-ecea99dd8c39_wl-1.jpg)
এতদিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য়ের দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলো রাশিয়া।এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
মঙ্গলবার (১৫ মার্চ) বিবিসি অনলাইন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের লাইভ আপডেটে এই তথ্য জানায়। এদিকে ক্রেমলিনের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসনের নেয়া রাশিয়া বিরোধী পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে দেয়া হয়েছে।
রুশ নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য ব্যক্তিরা হলেন-হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং বাইডেনের ছেলে হান্টার, যিনি ইউক্রেনের জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।