মালয়েশিয়ার পার্কে প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার
সেন্ট্রাল আইল্যান্ড পার্ক পেনাং রাজ্যর সিম্পাং থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
মালয়েশিয়ার পার্কে পড়ে থাকা লাশের বয়স ৩০ বছর। ধারণা করে হচ্ছে দুর্বৃত্তরা ছুরির দিয়ে আঘাতে হত্যা করে লাশটি পার্কে ফেলে রেখে গেছে।
ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে পেনাং রাজ্যের পুলিশ প্রাধান দাতুক খাও কোক চিন জানিয়েছেন ইতিমধ্যে এটা মাডার কেচ হিসেবে প্রথমিক তদন্ত শুরু করেছে পুলিশ, ফরেনসিক রিপোর্ট না আসা পযন্ত আমাদের আরো অপেক্ষা করতে হবে।
হত্যা তদন্তে জেলা পুলিশ দক্ষিণ সেবেরাং জনসাধারণের সহযোগিতা চেয়েছে। প্রযোজনে ০৪-৫৮৫৮২২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়ে।
তবে বাংলাদেশী প্রবাসীর লাশে সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) সকালে পুলিশ খরব পেয়ে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে। সে সময় লাশের পরনে লাল টি শার্ট ছিলো বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।