মহামারী করোনার আঘাতে ব্যাপক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত রেমিট্যান্সের উপর পৃথিবীর মোট ৩০ টি রাষ্ট্র থেকে রেমিট্যান্স আসা দেশের মধ্যে মালয়েশিয়া ৫ম স্থানে।

প্রায় ১২ লক্ষ বৈধ অবৈধ প্রবাসী বাংলাদেশী বসবাস করেন মালয়েশিয়া। এদের মধ্যে বৈধপথে ২০২০-২১ অর্থবছরে দেশে এসেছে ২ হাজার ২ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। যা চলতি বছরের জুলাই মাসে ১১০ দশমিক ৭০ মিলিয়ন, আগষ্টে ৯৬.২৪ মিলিয়ন, সেপ্টেম্বরে ৮৩.৮৪ মিলয়ন ডলার যা ২০২৯-২০ অর্থবছরে গড়ে পাঠানো রেমিট্যান্সের তুলনায় ৪২ শতাংশ কমে গেছে।

এ বছরের শুরুতে থেকে সেপ্টেম্বর পযন্ত অগ্রণী রেমিটেন্স হাউজের মাধ্যমে দেশে অর্থ প্রেরণ করেন ২৬০ দশমিক ১১ কোটি টাকা

অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স চিফ এক্সিকিউটিভ অফিসার বলেন মহামারী করোনার আঘাতে গত অর্থ বছরের তুলনায় বর্তমান অর্থ বছরের ৪২% নেমে এসেছে। যা দেশের অর্থনীতি ও জিডিপির জন্য ভালো সংবাদ নয়।

কেন্দ্রীয় ব্যাংক নেগারার( মালয়েশিয়া) নির্দেশে গত বছরের ৪ মে থেকে সব রেমিট্যান্স হাউস খুলে দেওয়া হলেও করোনায় রেমিট্যান্স খাতে যে বিপর্যয় এসেছে সেটা আগামী ৬ মাসের মধ্যে পুষিয়ে নিতে পারবেন বলে আশা করেন সংশ্লিষ্টরা।