মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশী কর্মীর মৃত্যু হয়েছে বলে জানায় সেলাঙ্গার রাজ্যর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট।
সেলাঙ্গার রাজ্য কাজাংয়ে কমিউটার ট্রেনের দুর্ঘটনা (৩ মার্চ) রাত ১০.৩০ মিনিটে জরুরি ফোন পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনা স্থানে পৌছায়। নিহত তিন বাংলাদেশী রেলওয়ে ট্র্যাক দিয়ে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এমনি তথ্য জানান সেলাঙ্গার রাজ্যর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মখতার।
নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধো বলে ধারনা করা হচ্ছে। তবে নিহত তিন জন বাংলাদেশী হলেও তাদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরে রাত ১২ টায় তাদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।