মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)ভোর রাতে মালাক্কায় তিয়াং দুয়াতে একটি যৌথ অভিযানে বাংলাদেশী সহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।
এ অভিযান বুধবার রাত ১১ টা থেকে ৩ টা পর্যন্ত চলে। অভিযানে, ২৪ থেকে ৭০ বছর বয়সী বিভিন্ন দেশের মোট ২৩২ বিদেশী নাগরিককে আলাদা আলাদ অপরাধে গ্রেপ্তার করা হয়।
মধো রাতের অভিযানে মোট ৩৫৬ জন অভিবাসীদের কাজগজ পত্র চেক করা হয়।
মালাক্কা রাজ্যর ইমিগ্রেশেন এর পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী সাংবাদিকদের বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্য ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ ছিল।
অভিযানের সময় যাতে কেউ পলাতে না পারে সে জন্য ড্রেন ব্যবহার করা হয়।
এই অভিযানে জে আই এম পুত্রজায়া, মেলাকা এবং নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের মোট ১৬০ জন কর্মকর্তা এবং সদস্য নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
ইমিগ্রেশেন পরিচালক আরো বলেন,যে অপরাধটি ধারা ৬(১)(c)সি) এআই ১৯৫৯/৬৩ অনুসারে একটি বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার জন্য এবং অতিরিক্ত থাকার জন্য একই আইনের ১৫(১)(সি) ধারা অনুসারে তদন্ত করা হচ্ছে
তিনি আরও জানান, আনা সকল বন্দীদের ইমিগ্রেশন ডিটেনশন ডিপো, মাচাপ উম্বুতে রাখা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।