মালয়েশিয়া অবৈধভাবে বসবাসের দায়ে আটক দুই বাংলাদেশী
শনিবার রাতে জোহর ইমিগ্রেশন বিভাগের সাথে যৌথ অভিযানের সময়, ইমিগ্রেশন এর মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি অংশগ্রহণ করেন।
জোহর বারুর অভিযানে ৬৪ জন ভারতীয় নাগরিকদের আটক করা হয়! যারা সকলে রিক্যালিব্রেশন প্রোগ্রামে অধীনে নিবন্ধিত। তাদের গ্রেফতার করা হয় অননুমোদিত সেক্টরে কাজ করার অপরাধে।
সরকারি নীতি অনুযায়ী ভারতীয় নাগরিকরা কোন কারখানায় কাজ করতে পারবে না। কাজ করতে পারবে শুধু মাত্র অনুমোদিত সেক্টরে।
এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় নেপালের তিন জন, মিয়ানমারের তিন জন, বাংলাদেশের দুই জন কর্মীকে আটোক করা হয়েছে।
আটককৃত সকলকে ইমিগ্রেশন লক-আপে নিয়ে যাওয়া হয়েছে এবং জড়িত নিয়োগকর্তাদের অভিবাসন আইনের ধারা ৫৫ ই এর অধীনে তদন্ত করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।