বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রাধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সন্ধায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর হোটেল ইন্টারকন্টিনেন্টালের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিশাল কেট কেটে প্রাধান মন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাদের বক্তব্য উঠে আসে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ট সন্তান শেখ হাসিনা অনেক সংকট চাড়াই-উতরাই পেরিয়ে দেশ কে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর করছেন। দেশে ক্ষুদা, দারিদ্র মুক্ত করতে অসীম ভূমিকা রেয়েছে শেখ হাসিনার। দেশের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি, গ্রামীণ অবকাঠামো, তর্থ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
জাতির পিতার খুনিদের বিচার ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী রাজাকারদের বিচার কারার মধ্যে দিয়ে দেশ কে কলঙ্কমুক্ত করেছে বলে বিশ্বাস করেন বক্তারা।
করোনা মহামারী কারনে উপস্থিতি সীমিত করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, যুগ্ম আহবায়ক ওহিদুর রহমান ওহিদ,আলহাজ্ব কামরুজ্জামান কামাল,রাশেদ বাদল,শাহীন সরদার, মালয়েশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনির, সহ সভাপতি দাতো আকতার হোসেন।
মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, নূর মোহাম্মদ, মামুনুর রশীদ, আবদুল বাতেন,শাখাওয়াত হোসেন,ব্রাউন সোহেল,সাইফুল ইসলাম সিরাজ, মালয়েশিয়া আওয়ামী লীগ যুবলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন চৌধুরী, বাবলা মজুমদার, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন,মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপ্রতি নাজমুল ইসলাম বাবুল, সেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল, সহ সভাপতি জালাল উদ্দীন সেলিম, ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ মোল্লা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেওলায়াত করা হয় , অনুষ্ঠান শেষ করা হয় নেত্রীর দীর্ঘয়ু কামনা করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।